কনফিডেন্স রিসেলার বিডি একটি সম্পূর্ণ অটোমেটেড অনলাইন প্রোডাক্ট রিসেলিং এবং এফিলিয়েট মার্কেটিং এর সহযোগী প্লাটফর্ম। আপনারা যারা প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিজনেস করে প্রফিট অর্জন করতে চাচ্ছেন, কিন্তু বিশাল ইনভেস্টমেন্ট, প্রোডাক্টের স্টক এবং লজিস্টিক সাপোর্ট ব্যবস্থা না থাকায় বিজনেস টি শুরু করতে পারছেন না, তাদের জন্য কন্ফিডেন্স রিসেলার বিডি দিচ্ছে, আপনার নিজস্ব অনলাইন বিজনেসটি বিশাল ইনভেস্টমেন্ট ছাড়াই শুরু এবং পরিচালনা করার সকল ধরনের সুযোগ এবং সাপোর্ট। আমাদের মাধ্যমে আপনারা পাবেন দেশের বাছাইকৃত সাপ্লাইয়ারদের, সর্বনিম্ন পাইকারি মূল্যে কোয়ালিটি-ফুল সকল ধরণের প্রোডাক্ট। যেগুলো আপনি ৩০০ থেকে ৫০০ টাকা প্রফিট করে অনলাইনে সেল করতে পারবেন আপনার নিজস্ব পেজ/ওয়েবসাইট কিংবা বিভিন্ন মার্কেটপ্লেস থেকে। আপনার অর্ডারগুলো সংগ্রহ করে পাঠিয়ে দেওয়া হবে আপনার কাস্টমারের ঠিকানায় কুরিয়ার যোগে আপনার পেজ অথবা ওয়েবসাইটের নামে ইনভয়েস করে। প্রোডাক্টটি ডেলিভারি হওয়ার সাথে সাথেই আপনার প্রফিট এর টাকা পেয়ে যাবেন আপনার করা একাউন্টে, যেটি আপনি আপনার দেওয়া বিকাশ, নগদ অথবা ব্যাংক একাউন্টে উত্তলন করে নিতে পারবেন খুব সহজেই। আমাদের প্লাটফর্ম এর মাধ্যমে বিজনেস টি শুরু করতে, আপনার বিশাল আকারের ফি বা ইনভেস্টমেন্ট এর প্রয়োজন নেই। শুধুমাত্র রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিম্নোক্ত প্রসেস গুলো অনুসরণ করে আপনার বিজনেস টি পরিচালনা করতে পারবেন খুব সহজেই।
আমাদের এপস/ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার অ্যাকাউন্টের ইউজারনেম এবং পাসওয়ার্ড এবং সকল ধরনের পিন/ওটিপি সম্পূর্ণ গোপন রাখুন, আপনি ব্যতীত অন্য কাউকে কখনোই আপনার একাউন্টের পাসওয়ার্ড প্রদান করিবেন না এবং মনে রাখবেন কন্ফিডেন্স রিসেলার বিডি এর পক্ষ থেকে আপনাদের পাসওয়ার্ড কখনোই জানতে চাওয়া হবে না,আমাদের প্লাটফর্মের কোন একাউন্টটিং সমস্যার সম্মুখীন হলে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করুন, আমরা আপনাদের জন্য সর্বদা সচেষ্ট।
রেজিস্টেশনের সময় আপনার দেওয়া ব্যক্তিগত তথ্যগুলোর আমাদের কাছে সম্পূর্ণ নিরাপদ এবং গোপনীয় থাকবে। আপনার অ্যাকাউন্টের সকল ধরনের তথ্য কন্ফিডেন্স রিসেলার বিডি ব্যতীত অন্য কেউ কিংবা কোন প্লটাফর্ম ব্যবহার করতে পারবে না। আমাদের এপস/ওয়েবসাইটটি সর্বোচ্চ নিরাপত্তার টেকনোলজি ব্যবহার করে ডেভলপ করা হয়েছে।
কনফিডেন্স রিসেলার বিডির লোগো, ব্যানার ইমেজ এবং আমাদের সম্পর্কিত নাম ব্যবহারের সম্পূর্ণ অধিকার শুধুমাত্র কন্ফিডেন্স রিসেলার বিডি প্লাটফর্মের।কন্ফিডেন্স রিসেলার বিডি ব্যতীত অন্য কারোর জন্য এই বিষয়গুলো ব্যবহার আইনগত অপরাধ। আমাদের আপলোড করা প্রোডাক্টের ছবিগুলো নিয়ে আমাদের অ্যাপসে রেজিস্ট্রেশন করা রিসেলারগণ মার্কেটিং করতে পারবেন।
কোম্পানির নিয়ম এবং নীতির বাহিরে কোন ধরনের অনৈতিক কাজ এবং ট্রানজেকশন পরিলক্ষিত হলে সে ক্ষেত্রে যে কোন সময় কোম্পানি আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিতে পারবে।একাউন্ট সাসপেন্ড সংক্রান্ত বিষয়ের জন্য সাপোর্টে যোগাযোগ করুন।
কোম্পানি যেকোনো বিষয়ের ওপর যেকোনো ধরনের নিয়ম এবং নীতির উপর পরিবর্তন আনতে পারে এ সম্পর্কে পূর্বে নোটিস নাও দেওয়া হতে পারে। পরবর্তীতে নোটিশের মাধ্যমে আপডেট সকল নিয়ম এবং নীতি জানিয়ে দেওয়া হবে, সে অনুযায়ী আপনারা কোম্পানির নিয়ম এবং নীতি অনুসরণ করবেন। কন্ফিডেন্স রিসেলার বিডি এর সমস্ত নিয়ম-নীতি কোম্পানি নিজে পরিবর্তন এর সমস্ত ক্ষমতা রাখে।
কন্ফিডেন্স রিসেলার বিডি এর প্রোডাক্ট নিয়ে বিজনেস করার ক্ষেত্রে আপনি এবং আপনার কাস্টমারের মধ্যকার সকল ধরনের ট্রানজেকশন এবং গোপনীয়তার সকল দায়িত্ব এবং বিচক্ষণতা আপনাকেই পালন করতে হবে। আমাদের দায়িত্ব আপনাদের অর্ডারের প্রডাক্টগুলো আপনার কাস্টমার বরাবর পৌঁছানো সেই ক্ষেত্রে আপনি কাস্টমারের সাথে কোন লেনদেন করে থাকলে এবং সেই লেনদেন বিষয়ে কাস্টমার কোন অভিযোগ করলে একজন রিসেলার হিসেবে আপনাকেই বিষয়টি সমাধান করতে হবে। এই বিষয়ে কোন অভিযোগ কন্ফিডেন্স রিসেলার বিডি কোম্পানি গ্রহণ করবো না।
অনলাইনে প্রোডাক্ট বিক্রয়ের অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইনে প্রোডাক্ট বিক্রয়ের ক্ষেত্রে কাস্টমারের আচার ব্যবহার এবং অর্ডার পলিসি এবং রিটার্ন সংক্রান্ত সকল বিষয়ে ন্যূনতম হলেও অভিজ্ঞতা থাকতে হবে।যে কোন ধরনের সমস্যা হলে সাপোর্টে যোগাযোগ করে ঠিক করে নেওয়া মতো নলেজ রাখতে হবে।
আমাদের প্লটফর্মে প্রত্যেকটা প্রোডাক্টের পাইকারি মূল্য দেয়া আছে যেগুলোকে এডমিন প্রাইস ও বলা হয়। এডমিন প্রাইস হচ্ছে আমাদের মূল্য, আমাদের মূল্য থেকে যতটুকু আপনি বাড়িয়ে সেল করবেন ততটুকুই আপনার প্রফিট। যেহেতু আপনাদের স্বাধীন বিজনেস এবং একটি প্রোডাক্টে কত টাকা প্রফিট করবেন এটা আপনারাই নির্ধারণ করে থাকেন সেক্ষেত্রে আমাদের এপস/ওয়েবসাইটে একটি পরামর্শ মূলক সর্বোচ্চ বিক্রয় মূল্য দেওয়া থাকে। উক্ত মূল্য থেকে বেশি মূল্যে প্রোডাক্ট সেল করলে সেই প্রোডাক্টের কোন কমপ্লেইন গ্রহণ করা হবে না।
আপনি যে সকল প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন অবশ্যই সেই সকল প্রোডাক্ট সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে। কিছু কিছু প্রোডাক্ট ছবির সাথে ১০০ ভাগ মিল নাও থাকতে পারে কারণ ছবিগুলো ক্যামেরা দিয়ে শুট করা হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ কালার এবং ডিজাইনের পার্থক্য দেখা দিতে পারে। যেহেতু আমাদের পাইকারি প্রাইস দেওয়া থাকে সেই ক্ষেত্রে প্রোডাক্টের মূল্য দেখেই প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করা সম্ভব। বিক্রয়ের পূর্বে প্রোডাক্টটির ডেসক্রিপশন ভালো ভাবে পড়ে নিবেন।কোন সমস্যা থাকলে সাপোর্টে যোগাযোগ করবেন।
একজন সেলার তার কাস্টমারের নিকট থেকে অর্ডারের টাকা অগ্রিম গ্রহণের ক্ষেত্রে ট্রানজেকশনটির সকল ধরনের নিরাপত্তা এবং দায়িত্ব সেলার নিজে বহন করবে। লেনদেন পরবর্তী ট্রানজেকশনটির জন্য কাস্টমার কোনো অভিযোগ করলে এটা সেলার সমাধান করবে।
অর্ডার গ্রহণ করার পর ১২ ঘন্টার মধ্যে অর্ডারটি এপ্রুপ করা হবে এবং সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে আপনার অর্ডারকৃত প্রোডাক্টটি কুরিয়ারে বুকিং করা হবে। কুরিয়ারে বুকিং করার সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে কাস্টমার প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন। তবে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রডাক্টিভ বুকিং অথবা ডেলিভারি হতে আরো সর্বোচ্চ ১ থেকে ২ দিন বিলম্ব হতে পারে।
কন্ফিডেন্স রিসেলার বিডি কোন প্রকার থার্ড পার্টি লেনদেন গ্রহন করে না,আমাদেরকে পেমেন্ট করতে হলে অবশ্যই আমাদের অ্যাপ্সে/ওয়েভসাইটে লগইন করার পর পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট করতে হবে। এছাড়া অন্য কোন ব্যক্তির মাধ্যমে অথবা অন্য কোন সিস্টেমে আমাদের পেমেন্ট নেওয়ার কোন সিস্টেম নেই। অ্যাপসের বাহিরে থেকে কোন ভাবে আমাদেরকে টাকা পাঠিয়েছেন বলে কোন অভিযোগ গ্রহণ করা হবে না।
মার্চেন্ট তার উৎপাদিত প্রোডাক্টের উপর ভ্যাট সংযোজন করে প্রাইস সেট করে দিবে এবং প্রোডাক্টের সকল প্রকার ভ্যাট মার্চেন্ট তার নিজ দায়িত্বে পরিশোধ করবে,অর্থাৎ কোম্পানির সমস্ত ভ্যাট/ ট্যাক্স কোম্পানি নিজে বহন করিবে।তবে সেলার তার বিজনেস থেকে মাসিক অর্জিত প্রফিট এর উপর বাংলাদেশ আয়কর নিয়ম অনুযায়ী কোন ট্যাক্স ধার্য হলে সেলার তার নিজ দায়িত্বে সেই ট্যাক্স পরিশোধ করে থাকবে।
কন্ফিডেন্স রিসেলার বিডির দায়িত্ব একজন সেলারের প্রাপ্ত অর্ডারটি মার্চেন্ট থেকে সংগ্রহ করে প্যাকিং সম্পূর্ণ করে কুরিয়ারে বুকিং দিবে এবং প্রোডাক্টটি ডেলিভারি হলে প্রোডাক্টের প্রাইস কাস্টমার এর নিকট থেকে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করে তার প্রফিট সেলারকে প্রদান করা। এক্ষেত্রে কাস্টমারের সঙ্গে আমাদের কোন সম্পর্ক থাকে না। তাই কন্ফিডেন্স রিসেলার বিডি কাস্টমারের নিকট থেকে কোন প্রকার অভিযোগ গ্রহণ করবে না। কাস্টমার যেই ওয়েবসাইট কিংবা পেইজে অথবা যেই ব্যক্তির নিকট থেকে প্রোডাক্টটি ক্রয় করেছে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট সকল বিষয়ে অভিযোগ করবে।